গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। নিহত মাহফুজ বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে এবং টঙ্গী পূর্ব থানার ব্লু ফ্যাশন গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোডের সংযোগ রাস্তায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের পেছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দায়িত্বরত ডিএমপি সদস্যরা রক্তাক্ত অবস্থায় মাহফুজকে উদ্ধার করে সিএনজিতে করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়।
গ্রাম-গঞ্জ-শহর
ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। নিহত মাহফুজ বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে এবং টঙ্গী পূর্ব থানার ব্লু ফ্যাশন গার্মেন্টসে