খুলনায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় ভ্যানচালক আল-আমীন শিকদার (৩৩) কে কুপিয়ে এবং মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগে ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে।
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আল আমিনের স্ত্রী’র পূর্বের স্বামী ঝিনাইদহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। নিহত আল আমিন কামারগাতী গ্রামের কাওসার শিকদারের ছেলে।
নিহতের শ্যালক মো. রবিউল ইসলাম বলেন, আল-আমিনকে কুপিযে হত্যার পর আমার বোন রিপা তাকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত (ব্রড ডেড) ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অপনদিকে শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় ঘরে ঢুকে ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
নিহতের স্ত্রী বলেন, আমি মেইন রাস্তায় দোকানে গেছিলাম। আমার বাসা একটু গলির ভিতরে। আমি দেখি ৩/৪ টি মোটরসাইকেল আমাদের গলির ভিতর থেকে চোর চোর বলে চলে যাচ্ছে। আমি আমার ঘরের ভিতর যাওয়ার পর আমার শ্বশুর বলে ওরে কারা মেরে ফেলে চলে গেছে। পরে পুলিশ এসে ওরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বৃহস্পতিবার মোংলা থেকে কাজ শেষে বাসায় আসার সময় চায়ের দোকানদার জানিয়েছেন তোর যেন কারা খুঁজতে আসছে।
নিহত ওই যুবকের বাবা জামাল হাওলাদার বলেন, রাতে টগর আমাকে বলে দেখতো গেটে কারা এসেছে। দরজা খুলে দিলে ৩ জন যুবক বলে টগর আমাদের পরিচিত। তাদের দরজা খুলে দিলে বাড়িতে ঢোকে। আমি টগরের স্ত্রীকে ডাকতে যাই। একপর্যায়ে টগরের চিৎকার শুনে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এসে দেখি টগর মেঝেতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। টগর রঙের কাজ করতো বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতে নগরী সবুজবাগ এলাকায় বাড়িতে ঢুকে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়া হয়।