বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা গ্রামের বাসিন্দা নিশিন্দারা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর রায়হান আলী মণ্ডল (৭০) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার ভোর রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার বাদ জোহর টিএমএসএস মেডিকেল কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল জানাযায় ইমামতি করেন। বিপুল সংখ্যক মুসল্লী জানাযায় শরীক হন। পরে মরহুমকে ঠেঙ্গামারা দহপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রায়হান আলী মণ্ডল রেখে গেছেন ৪ পুত্র, ১ কন্যা এবং অসংখ্য ভক্ত-অনুরাগী। বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক বানী দিয়েছেন। নেতৃদ্বয় মরহগুরে রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।