উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দুর্নীতি বন্ধ করা গেলে কাউকেই বিদেশে গিয়ে ভিক্ষা করতে হবে না। পাঁচ বছরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। অতীতে যাঁরাই ক্ষমতায় ছিল তারাই দুর্নীতি করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। জনগণের চিন্তা কেউ করেনি।
গত মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গুয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড জামায়তে ইসলামী আয়োজিত নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সৎলোকের শাসন ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করা যাবে না।
আসমান, জমিনে যা কিছু আছে সবই আল্লাহর হুকুমে চলে। সুতরাং এদেশও আল্লাহর আইনেই চলতে হবে। আল্লাহর আইন বাস্তবায়ন হলে ধর্ম-জাতি গোষ্ঠী সবাই উপকৃত হবে। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে। জামায়াতে ইসলামী চায় এ দেশে আল্লাহ তাআলা আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে।
নির্বাচনী সাধারণ সভায় ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কেএম এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, জেলা শিবিরের সাধারণ সম্পাদক শোয়াইব, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, বড়হর ইউনিয়ন জামায়াতের আমীর শাহীন আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক কে এম আলাউক হক প্রমুখ