ঈদের দিনে সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৩১ মার্চ) রাতে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল বরিশাল জেলার খলিফার ছেলে। সে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকাধীন বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রুবেল দুই মাস যাবত সাভারের বাঁশপট্টি এলাকার রাতে নৈশ প্রহরীর কাজ করে। রাত ১১ টার দিকে রুবেলের মোবাইল একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে, সে বাঁশপট্টি এলাকায় পড়ে আছে। পরে আমরা সেখান থেকে রুবেলকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে জানান তিনি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, রুবেল হত্যার ঘটনায় ময়না শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সুজন নামে ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।