সাতকানিয়া সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের নারীরা এখনো শিক্ষা-দীক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। আগামীতে সুযোগ পেলে জামায়াতে ইসলামী নারীদের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি বলেন, “নারীদের সর্বোচ্চ অধিকার ইসলাম দিয়েছে, আর আমরা সেই ইসলামের রাজনীতি করি।”
তিনি আরও বলেন, জামায়াতের আমির ও বিশ্বনন্দিত ইসলামী স্কলার ডা. শফিকুর রহমান স্পষ্ট বলেছেন- জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার রাজনীতি করে না, তারা ইসলামকেই ক্ষমতায় প্রতিষ্ঠা করতে চায়। তিনিগতকাল মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, সমাজ সেবা সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল কবির, মাওলানা রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি দিদারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আবুল হোসাইন, বর্তমান সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারি আবুর বশর, বায়তুলমাল সম্পাদক ওমর ফারুক, আমিলাইষ জামায়াতের সাবেক সভাপতি মাওলানা আবুল হাসেম ও বর্তমান সভাপতি মাওলানা মোজাম্মেল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।