শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের আর নেই। তিনি বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার সময় যাদবপুর নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছির ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি/পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল কাদের নাভারন যাদবপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে, নাভারন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভপতি ছিলেন। মরহুম আব্দুল কাদের গত ১৯৯১ সালে জাতীয় পাটির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতিক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছিলেন। পরে তিনি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম’র হাতে হাত দিয়ে বিএনপিতে যোগদান করেন।
মরহুমের মেজ ছেলে মাহমুদুর রহমান রিন্টু জানান, তার পিতা আব্দুল কাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এরপর তিনি ব্রেইন স্ট্রোক করে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এই অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার সময় তিনি ইন্তিকাল করেন।
বৃহস্পতিবার যোহর নামাজের পর যাদবপুর নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে মরহুম আব্দুল কাদেরের দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাজে জানাযায় যশোর জেলা জামায়াতের সাবেক আমীর ও জামায়াতের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী ও সুধী জানাযায় অংশ নেন। জানাজা পরিচালনা করেন যাদবপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রউফ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।