নাটোরে সদর উপজেলা ৭ নং হালসা ইউনিয়নে গনসংযোগ মতবিনিময় ও পথসভা করেছেন নাটোরের গন মানুষের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত (নাটোর-২ সদর ও নলডাঙ্গা) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী।
তিনি হালসা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি হালসা বিলে কৃষকদের কাছে ছুটে জান তাদের কাছে থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন কৃষকরা বলেন আমার আমাদের উৎপাদিত পণ্যের ন্যার্য মূল্য পাচ্ছিনা, সারের মূল্য অনেক বেশি কিছু কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্তিম সংকট সৃষ্টি করছেন। তিনি সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বলেন আগামীতে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই সমস্যাগুলোর সমাধান করব ইনশাল্লাহ কোন ফ্যাসিবাদের জায়গা এই দেশে হবেনা। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ। হালসা ইউনিয়নের বিভিন্ন বাজারের নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তাদেরকে আশ্বস্ত করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজকে দূর করতে বলিষ্ঠ পদক্ষে গ্রহণ করবে। এবং আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করতে ভূমিকা রাখবে। উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, "উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।"
ইউসুন আলী বলেন, ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্ব”ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি অন্তর্র্বতীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, হালসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা আফতাব উদ্দিন , নাটোর সদর যুব জামায়াতের সভাপতি মীর সাজেদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর সদর উপজেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা দেলোয়ার হোসেন, হালসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।