ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে উইং ক্যান চেঞ্জের (ডব্লিউসিসি) গ্রান্ড ওপেনিং সিরামনি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান প্রফেসর ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল উদ্বোধনী বক্তব্য রাখেন। তার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়। জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। ৮ নভেম্বর শনিবার সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, শিক্ষা, সাংস্কৃতি ও চিকিৎসায় পরিবর্তন আনতে হবে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তরুণ ও যুব সমাজের চিন্তা চেতনায় পরিবর্তন করতে হবে। তথাকথিত চিন্তা চেতনা পরিবর্তন করে সময়োপযোগী আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর চিন্তা চেতনায় উজ্জীবিত হতে হবে। আমাদেরকে আবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে। খেলাধুলা ও শরীরচর্চার দিকে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে হবে। আজকের তরুণ-তরুণীরা আগামী দিনের ভবিষ্যৎ। ভালো কাজের পাশাপাশি রাজনৈতিক চর্চা করতে হবে। সংগ্রাম করে ভালো কিছু অর্জন করা যায়। সমাজ ও রাষ্ট্রের ভালো পরিবর্তন আনতে হলে আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং ভালো কিছু চর্চা করতে হবে। দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে সন্ধ্যার পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা, আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।