দিনাজপুর অফিস : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রুকন রানীরবন্দরের বার বার কারা নির্যাতিত বলিষ্ঠ জামায়াত নেতা মকবুল হোসেন মুন্সি (৬৫) গতকাল শনিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ২ স্ত্রী, ৬ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। এর আগে গত ৬ নভেম্বর জামায়াতের রুকন বৈঠকে যাওয়ার সময় তিনি রোড এক্সিডেন্টে গুরুত্বর আহত হোন। গতকাল বাদ আসর মরহুমের নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযা ও দাফন কার্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ছাড়াও হাজার হাজার তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। জানাযা নামাজে জনতার ঢল ছিল চোখে পড়ার মতো। এলাকার বয়োবৃদ্ধ ব্যাক্তিরাও বলেন, এমন লোকে- লোকারণ্য জানাযা আর তারা দেখেননি।
রানীরবন্দর এতিমখানা মাঠে স্মরণকালের ঐতিহাসিক জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৪ আসনের এমপি প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও দিনাজপুর-২ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম, সাবেক চিরিরবন্দর উপজেলা আমীর লুৎফর রহমান, চিরিরবন্দর উপজেলা আমীর প্রভাষক রাশেদুল হক, উপজেলা সেক্রেটারি মমিনুল হক ও আফসার আলী প্রমুখ।
মরহুম মকবুল হোসেন মুন্সির ইন্তিকালে শোকবার্তা দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর-৪ আসনের এমপি প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীন, সেক্রেটারী কামরুল হাসান রাসেল, চিরিরবন্দর উপজেলা আমীর প্রভাষক রাশেদুল হক, উপজেলা সেক্রেটারি মমিনুল হক প্রমুখ। শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মকবুল হোসেন মুন্সি (রহিমাহুল্লাহ) এর ইন্তিকালে অত্র এলাকার একজন বলিষ্ঠ নেতৃত্ব হারিয়ে গেলো। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মকাম জান্নাতুল ফিরদাউস দান করুন।