সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান হৃদয় (১৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। গত ১৩ মে সকাল আনুমানিক ৯টার দিকে বুধহাটা বাজারের গাজী ট্রেডার্স এর সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় মোটরসাইকেল যোগে বাজারে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রলির সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত হৃদয় বুধহাটা বাজারে মোবাইল এক্সেসরিজের ব্যবসা করতেন। তিনি আশাশুনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র সন্তান। তার বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল হৃদয়। হৃদয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।