খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় ওএমএস কার্যক্রম বন্ধ থাকায় কুষ্টিয়া পৌর এলাকার নিম্ন আয়ের লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। তাই ভোক্তাদের ভোগান্তি লাঘবে ওএমএস চালুর দাবি করেছে এলাকাবাসী। জানা যায়, গত জুনের ৩০ তারিখ ওএমএস ডিলারদের এক বছরের মেয়াদকাল শেষ হয়। চলতি জুলাইয়ের ১৭ তারিখ কুষ্টিয়া জেলা প্রশাসকের সেমিনার কক্ষে ওপেন লটারির মাধ্যমে নতুন ডিলার নিয়োগের আয়োজন করা হয়। তবে লটারির শুরুতেই বিএনপি সমর্থিত আবেদনকারীরা আওয়ামী দোসরের সংশ্লিষ্টতার অভিযোগ এনে সেমিনার কক্ষ থেকে বের হয়ে যান। পরে একে একে সকলেই সম্মেলন কক্ষ ত্যাগ করলে লটারি কার্যক্রম আর আগাতে পারেনি। আওয়ামী কানেক্টিভিটির অভিযোগ তুলে ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে নিরপেক্ষ আবেদনকারীদের নাখোশ হতে দেখা গেছে। আবেদনকারীদের মধ্যে আওয়ামী দোসর আছে মর্মে যারা অভিযোগ তুলেছিলেন তাদের কেউই তাদের অভিযোগের পক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেননি বলে জেলাপ্রশাসক দাবি করেন।
গ্রাম-গঞ্জ-শহর
কুষ্টিয়ায় ওএমএস চালু না হওয়ায় চরম বিপাকে ভোক্তারা
খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় ওএমএস কার্যক্রম বন্ধ থাকায় কুষ্টিয়া পৌর এলাকার নিম্ন আয়ের লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। তাই ভোক্তাদের ভোগান্তি লাঘবে ওএমএস চালুর দাবি করেছে এলাকাবাসী।