দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামী ও কুমিল্লার দাউদকান্দি পৌর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম লিটন সওদাগর (৫২)। তিনি দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম।পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর সতানন্দি গ্রামে অভিযান চালিয়ে লিটন সওদাগরকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রহম আলী সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় ইস্রাফিল নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।ওসি এম আব্দুল হালিম জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দিতে ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আ’লীগ নেতা কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামী ও কুমিল্লার দাউদকান্দি পৌর আওয়ামী লীগের