চট্টগ্রামের রাউজানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। গত সোমবার ভোরে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহর কাজীর বাড়িতে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় এবং রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই খোরশেদ আলম ও পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। সোমবার রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে চিহ্নিত অপরাধী ও পলাতক আসামি নুরুল আমীন প্রকাশ কালুর (৪০) বসতঘরে তল্লাশি চালানো হয়। অভিযানে টিনসেড ঘরের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি নুরুল আমীন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় ও পুলিশি তদন্তে জানা গেছে, পলাতক আসামি কালু দীর্ঘদিন ধরে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে নোয়াজিষপুরসহ আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জনৈক মো. জাহেদ নামের এক ব্যক্তিকে পায়ে গুলি করে গুরুতর আহত করার ঘটনায়ও এই আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পলাতক আসামি নুরুল আমীনকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।