"জ্ঞান বিজ্ঞানে করবো জয় ' সেরা হবো বিশ্বময়" এই স্লোগান নিয়ে নাটোরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল দশটার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরতলী দিঘাপতিয়া মহব্বত কোরবান কলেজ চত্তরে প্রধান অতিথি হিসেবে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
মেলার উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম ও জেলা শিক্ষা কর্মকর্ত রুস্তম আলী হেলালীসহ সরকারী বিভিন্ন কর্মকর্তবৃন্দ।
মেলায় এবার জেলার সাত উপজেলার মোট পয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।
এই বিজ্ঞান মেলার সার্বিক তত্বাবধায়ন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।