বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর জেলার ৮ উপজেলার ইউনিট সভাপতি ও সম্পাদকদের দিনব্যাপী সম্মেলন গত ৬ই সেপ্টেম্বর শনিবার নগরীর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর জেলা উপদেষ্টা মাওলানা এনামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর জেলা সভাপতি মোহাম্মদ বেলাল আবেদীন এতে সভাপতিত্ব করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা উপদেষ্টা মাওলানা এনামুল হক বলেন, শ্রমিকের রক্তের বিনিময়ে যুগে যুগে রাষ্ট্র এবং সমাজ বিপ্লব সংঘটিত হয়েছে। ২৪ শের জুলাই-আগষ্ট বিপ্লবেও ছাত্র-যুবক-শ্রমিক-জনতা ফ্যাসিষ্টদের বিরুদ্ধে সম্মিলিত সংগ্রাম করে অকাতরে জীবন দিয়েছে। তিনি বলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শ্রমজীবি মানুষের কল্যানে তাই কাজ করছে। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল বলেন, শ্রমজীবি মানুষের অধিকার প্রতষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে আন্দালন করে যাচ্ছে। তিনি বলেন, শুধু ভাত-কাপড়ের প্রয়োজনে নয়,সমাজের একজন আর্দশ মানুষ এবং সত্যিাকারের খোদা ভিরু মুমিন হিসেবেও শ্রমিকদের গড়ে তুলতে আমরা কাজ করছি।

সম্মেলনে শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর জেলা সাধারন সম্পাদক হারুনর রশিদ বেলাল, মিঠাপুকুর উপজেলা সভাপতি আব্দুর জাহের নোমান, পীরগঞ্জ উপজেলা সভাপতি রুহুল আমীন রঞ্জু, পীরগাছা উপজেলা সভাপতি ফারুকুল ইসলাম রাখু, বদরগঞ্জ উপজেলা সভাপতি শাহীনুর রহমান, তারাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল জলিল, গঙ্গাচড়া উপজেলা সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান, কাউনিয়া উপজেলা সভাপতি ইউসুফ আলী এবং সদর উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।