যশোর সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলায় স্থানীয় বিএনপির দুই গ্রুুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত মোঃ আশা (৩৫) শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। শনিবার (১০ মে) রাত ১০টা ৩০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। নিহত মোঃ আশার বাড়ি ঝিকরগাছার বালিয়া গ্রামে। তার পিতা মৃত আতাল উদ্দিন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ঝিকরগাছার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর গ্রামের জামতলা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির প্রথম পক্ষের নেতা মোঃ আশা ও তার ভাই মইদুল একটি দলীয় মহড়া নিয়ে জামতলা বাজার এলাকায় গেলে প্রতিপক্ষ নেতা বিপ্লবের অনুসারীরা তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে মোঃ আশা ও তার ভাই মইদুল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আশার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় রের্ফাড করেন। কিন্তু আশাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে জাওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।