বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্র এবং এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা ও বিভিন্ন স্টাডি সেন্টারের প্রোগ্রাম ভিত্তিক সমন্বয়কারীদের জন্য “শিক্ষা সেবা সহজীকরণ ও গুণগত মানোন্নয়ন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষার্থীবান্ধব শিক্ষা কার্যক্রম গড়ে তোলার জন্য সেবা সহজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণগত মানোন্নয়নের মাধ্যমে শিক্ষা আরও প্রাসঙ্গিক ও সময়োপযোগী হবে। বিশ্ববিদ্যালয় নানা সমস্যার মুখোমুখি হলেও আমরা সমাধানের পথে কাজ করছি। ভর্তি কার্যক্রমে সমন্বয়কারীরা সক্রিয় ভূমিকা পালন করবেন, ক্লাস যথাযথভাবে পরিচালনা হবে, পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার্থীদের সেবা দ্রুত ও সহজভাবে পৌঁছানো হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম বলেন, আলোচনাগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বুকলেট বা প্রেজেন্টেশন তৈরি করা প্রয়োজন, ভর্তি বিজ্ঞপ্তি নিয়মিত প্রচার করা, বিল প্রক্রিয়া দ্রুত অনলাইনে সম্পন্ন করা এবং ওয়ান-স্টপ সার্ভিসকে আরও কার্যকর করা জরুরি। নিয়মিত ফিডব্যাক গ্রহণ, ইমেইলের দ্রুত জবাব এবং প্রতিটি একাডেমিক ধাপ নির্দিষ্ট সময় অনুযায়ী সম্পন্ন করা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের মূল শর্ত।
কর্মশালায় স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক মোঃ আনিছুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব টিএম আহমেদ হুসেইন। সঞ্চালনা করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, আইসিটি ইউনিটের পরামর্শক এবং প্রোগ্রাম ভিত্তিক সমন্বয়কারীবৃন্দসহ মোট ৮৪ জন।
ভিসি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় সবার প্রতিষ্ঠান, তাই শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সেবা সহজীকরণের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। শিক্ষার্থীদের আস্থা অর্জন ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সবার সহযোগিতা অব্যাহত থাকতে হবে।