সিলেটে বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং তাদের সাথে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে।

গত শনিবার বিকেলে দুঘটনার খবর নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলাউদ্দিন।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরীর অদূরে বিমানবন্দর সড়কে মালনীছড়া পুলিশ বক্সের সামনে দুর্ঘটনায় পড়েন তিন মোটরসাইকেল আরোহী। রাস্তায় ছিটকে পড়েন তারা সবাই। তাদের দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার পর একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অপর আরেক জন রাতেই মৃত্যুবরণ করেন। তার নাম মো. আশরাফুল ইসলাম (১৮)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরছ গ্রামের সামছুল আলমের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।