চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তাঁর স্ত্রী মোসা. কাশমেরী বেগমকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার দুদক প্রধান কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দুদক সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে মুহা. জিয়াউর রহমান অসাধু উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার সম্পদ অর্জন করেন। এ ছাড়া তাঁর নামের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত পাঁচটি ব্যাংক হিসাবে ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৬২৪ টাকা জমা এবং ৪ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা উত্তোলন করা হয়।