নারায়নগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক ইউপি সদস্যসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ একটি দল। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল,ছুরি, সুইচ গিয়ার, দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের আদমজীতে অব¯ি’ত র্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রোববার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সোনারগাঁয়ের পাঁচকানির কান্দি এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক মিয়া, সাদ্দাম হোসেন, সহিদ মিয়া ও মনির হোসেন। মনির হোসেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সোনারগাঁওয়ের মেঘনা সেতুর রেলিং ও জয়েন্ট এ্যাঙ্গেল লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট বেপারী বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- ঝাউচর এলাকার বাবুল মিয়া ও সুনামগঞ্জের রোমান মিয়া। রোমান মিয়া প্রতাপেরচর এলাকার রিপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া রেলিং ও জয়েন্ট এ্যাঙ্গেল উদ্ধার করা হয়। এর আগে গত ১৮জুলাই ও ২রা আগষ্ট দু’দফায় মেঘনা সেতুর রেলিং ও জয়েন্ট এ্যাঙ্গেল লুট হয়। এ ঘটনায় রোববার রাতে সোনারগাঁ থানায় সড়ক ও জনপথ বিভাগের দুই কর্মচারী পৃথক দুটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
কুমিল্লা অফিস : কুমিল্লার মুরাদনগরে কড়ইবাড়ি গ্রামে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আতঙ্কে এখনো প্রায় পুরুষ শূন্য গ্রাম। এতে এলাকায় চুরি-ছিনতাই ও ডাকাত আতঙ্কে ভুগছেন নারীরা। তাদের দাবি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর কারণে গ্রামের নিরাপরাধ মানুষকে হয়রানি করছে প্রশাসন। এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে এলাকাবাসী।
সম্প্রতি কড়ইবাড়ি স্টেশন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। গ্রামে পুরুষ শূন্য থাকায় পাঁচ শতাধিক নারী ও শিশু এ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু লুট পাট চলছে।
এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও) মোঃ: মামনুন আহাম্মেদ অনীক এ প্রতিবেদককে বলেন, আমি খোঁজ খবর নিয়ে বালুদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী অভিযানে মাদককারবারীদের গুলিতে আব্দুল হামিদ (৪০) নামে একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। সম্প্রতি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নুরুজ্জামান তাগাদগিরি (৪৫) নামে একজন মাদককারবারীকে ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে।
লালমনিরহাট: লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে, কালীগঞ্জ থানার পরিবহন দ্বারা প্রতারনা মামলার আসামী খুলনা জেলার বৈকালী পালপাড়ার খুলনাসিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের ইদ্রিস আলী মুন্সির ছেলে (১) মোঃ জাহিদুল মুন্সি (৪০), ঢাকা জেলার ডেমরা উপজেলার পশ্চিম টেংরা ৭ নং ওয়ার্ডের ধনু মিয়া হরন আলীর ছেলে (২) মোঃ রবিবউল ইসলাম মনির (৫৮) ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার দুর্গাপুর গ্রামের ওসমান আলীর ছেলে (৩) মোঃ আঃ রহমান হাওলাদার জসিম ভান্ডারী (৫৪) জনকে গ্রেফতার করা হয়।
মতলব উত্তর সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি সাদুল্যাপুর গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই মো. জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় মাদক কারবারি মো. হানিফ ও মো. হাসান কে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফহরম ঘাটের মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সম্প্রতি উপজেলার দলদলী ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে মহানন্দা নদীর পাড়ে মানববন্ধনে কয়েক গ্রামের মানুষ অংশ নেন।
মানববন্ধনে অভিযোগ করে বলা হয়, উপজেলার দলদলী ইউনিয়নের প্রভাবশালী একটি চক্র বালু উত্তোলন ও বালু বিক্রির সাথে জড়িত। জেলা প্রশাসক বালু উত্তোলনে বন্ধে যথাযথ পদক্ষেপ না নিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো বলে হুসিয়ারী দেন বক্তারা।