ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : ফতুল্লায় বিদ্যুৎহস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টায় ফতুল্লার শিহাচর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ আমির আলীর স্ত্রী রোকসানা (৪২) ও তার মেয়ে লামিয়া (২২)। স্থানীয়রা জানান, রাতে সেচ পাম্প নিয়ে বাড়ির পেছনে জমে থাকা বৃষ্টির পানি সেচতে যান রোকসানা ও তার মেয়ে লামিয়া। এ সময় পাম্পের সংযোগ তার লিকেজ হয়ে প্রথমে রোকসানা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় লামিয়া তার মাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করে। ফতুল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মর্মান্তিক দুর্ঘটনাটি শুনেছি তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম তদন্তের জন্য পাঠানো হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
ফতুল্লায় বিদ্যুৎহস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টায় ফতুল্লার শিহাচর বড় বাড়ি এলাকায়