নীলফামারী সংবাদদাতা: নীলফামারীতে একটি সরকারি রাস্তা দখলের পায়তারা করছে কথিত এক ূুমি মালিক। তিনি এ নিয়ে দখলের সকল আয়োজন সম্পন্ন করেছেন। এর ফলে ওই এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার বড় রাউতা গ্রামের মাদ্রাসা পাড়া পৌর এলাকায়। জানা যায়, ওই এলাকায় ৭১৬৭ নং দাগে একটি সরকারী রাস্তা সি.এস ও এস.এ রেকর্ডে প্রচলিত রয়েছে। যে সড়ক দিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন। একই এলাকার মৃত নজমল হকের ছেলে আব্দুর রাজ্জাক বিগত সময়ে অজ্ঞাত খুটির জোরে ওই সড়কটি নিজ নামে বি.এস রেকর্ড জারি করে অদ্যাবদি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। এলাকাবাসীর চাপের মুখে সড়কটি দখলে নিতে না পারায় সম্প্রতি সড়কে নানা অপতŤপরতা সৃষ্টি করেছেন। তিনি সড়কের দুই পাশের্^ বাধ দিয়ে পানি জমিয়ে রেখে এবং শুকনো সময়ে সেচ পাম্প দিয়ে পানি সেচ দিয়ে ও হালচাষ করে কাদা সৃষ্টি করে চলাচলের অযোগ্য করছেন। এ ছাড়া ওই সড়কের বিভিন্ন অংশে বেড়া দিয়ে সড়কটি দখলে নেয়ার চেষ্টা সহ সড়কের কোন অংশে ময়লার ভাগাড় বানিয়ে রেখেছেন। তার এহেন কর্মের জন্য ওই সড়কে চলাচলকারী পরিবারগুলো চলাচলে বিড়ম্বনায় পড়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী মাহাবুল আলম জানান, সড়কের এ অবস্থায় এলাকাবাসী খুবই কষ্টে আছেন, সড়কটি চলাচলের অযোগ্য করে রাখা হয়েছে। এলাকাবাসী এ ব্যাপারে সরকারের যথাযথ কতৃপক্ষের সহায়তা কামনা করছেন। এ ব্যাপারে আব্দুর রাজ্জাক সড়কটি তার নিজের দাবী করে জানান, এলাকাবাসী নিজেই সড়কটি কাদা করে রেখেছেন। এখানে তার করার কিছু নাই। এ ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী জানান, আমি বিষয়টি জানি না, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।