দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের আত্মার মাগফিরাত কামনায় ফেনীতে দোয়ার অনুষ্ঠান করেছে আমার দেশ পাঠকমেলা জেলা কমিটি। সম্প্রতি প্রেসক্লাবে অনুষ্ঠিত দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম।
দৈনিক আমার দেশ পাঠক মেলা ফেনী জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব আবদুস সালাম ফরায়জীর সঞ্চালনায় উক্ত দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ’র জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম জেলা শাখার সভাপতি শাহজালাল ভূইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, পাঠক মেলার অন্যতম সদস্য ও ফেনী চ্যারেটি ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ আকরাম।
শেষে অধ্যাপিকা মাহমুদা বেগমের আমাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন ইয়ুথ জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হক, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির, পাঠক মেলার সদস্য রিয়াজ উদ্দিন স্বপন, মাঈন উদ্দিন মিয়াজি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনীর সভাপতি ইয়াছির আরাফাত রুবেল, সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম চৌধুরী, দৈনিক যুগান্তরের সোনাগাজী প্রতিনিধি আবদুর রহিম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদুল হক খোকন, পাঠকমেলা জেলা কমিটির সদস্য ওসমান গনী রাসেল, আবরার হোসেন চৌধুরী, বেলায়েত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।