এফ,এ আলমগীর, চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় মোবাইল ফোন কেড়ে নেয়ায় ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে এশার নামাজরত অবস্থায় বাবা নিহত হয়েছেন। গতকাল শনিবার (২২ মার্চ) রাত ৮টার পর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত বাবা এ.কে.এম.রিন্টু ওরফে দোদুল (৫২) বর্তমান পলাশপাড়ার মরহুম কাজী আফাজ উদ্দিনের ছেলে। তিনি ভুষিমাল ব্যবসায়ী ছিলেন। ঘাতক ছেলে কে.এম. রিফাত রহমান (১৭) কে সদর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আটক করে এবং হত্যাকাজে ব্যবহৃত ছুরিটি পুলিশ জব্দ করেছে।
চুয়াডাঙ্গা সদর থানায় অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, বাবা রিন্টু তার ছেলে রিফাতকে মোবাইল ফোন চালাতে বারণ করে এবং সেটি কেড়ে নেই। এতে ক্ষিপ্ত হয়ে সে নামাজরত অবস্থায় তার বাবাকে বাড়ীতে ব্যবহৃত ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে বাবা রিন্টু মারাত্বক আহত হন।
তাকে স্থানীয়দের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক তারেক জুয়ায়েদ তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ছেলেকে হত্যাকাজে ব্যবহৃত ছুরিসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলে তিনি জানান। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায়
একটি হত্যা মামলা দায়ের করা হবে।