চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় পুকুর ভরাট করতে ফসলি মাঠে ড্রেজিং করে মাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। পুকুর ভরাটের চুক্তি নিয়ে সরকারি সড়ক কেটে ফেলারও অভিযোগ উঠেছে। ড্রেজার ব্যবসায়ীর ক্ষমতার তোপের মুখে নিরুপায় স্থানীয় ইউনিয়ন পরিষদ। ৭ ফুট প্রস্থের কাঁচা সড়কের উপরে ৩ ফুট প্রস্থে ও ২ ফুট উচ্চতায় অন্তত একশ ফুট বাঁধ নির্মাণ করায় এবং সড়কের মাঝে কেটে ড্রেজারের পানি নিস্কাশন করায় ওই সড়কটি দিয়ে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে অন্তত কয়েক গ্রামের মানুষ।
উপজেলার শুহিলপুর ইউনিয়নের পিপুইয়া গ্রামের বারেক মিয়ার ছেলে শরীফ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থেকে ভূমি আইন উপেক্ষা করে ফসলী জমি কেটে পুকুর ভরাট করছেন। আর ১৫ লক্ষ টাকায় ওই ভরাট কাজের চুক্তি নিয়েছেন একই গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল সভাপতি মো. আবুল বাশার। তিনি দীর্ঘদিন যাবৎ ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ব্যবহার করে এ অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন, আর তার বিরুদ্ধে প্রশাসন কার্যত কোন ব্যবস্থা নেয়নি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ইলিয়টগঞ্জ-বড়াইয়া কৃষ্ণপুর পাকা সড়ক থেকে পিপুইয়া হয়ে বিনোদমুড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সংযোগ কাঁচা সড়কের আব্দুল বারেক মিয়ার বাড়ির সামনে মাটি ফেলে একটি বাঁধ তৈরি করা হয়েছে। ড্রেজারের জমে থাকা পানি নিষ্কাশনের সুবিধার্থে সড়কের একটি অংশ কেটে ফেলা হয়েছে। ফলে রিক্সা, সাইকেল বা পায়ে হেঁটে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।