ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে নীলফামারীতে।

জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার আয়োজনে শহরের স্কাউভিউ রেস্টুরেন্টে মঙ্গলবার ( ১৮ মার্চ ) বিকেলে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম।শহর জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আনিছুর রহমান আযাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য মনিরুজ্জামান মন্টু, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী।