বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার বক্সিরহাট ওয়ার্ডের রুকন মাওলানা কুতুব উদ্দীনের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।

শনিবার রাত ১০টায় বাকলিয়ার শাহ আমানত সেতুর উত্তর পাশস্থ মেহেদী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, সাবেক এমপি ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, সেক্রেটারি মোস্তাক আহমেদ, বক্সিরহাট ওয়ার্ড আমীর সৈয়দ মোহাম্মদ আলী ও বিশিষ্ট সমাজসেবক ফরিদ আহমেদ। জানাজায় ইমামতি করেন নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হক, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, বাকলিয়া থানার আমির সুলতান আহমদ, সিসিএ সভাপতি সেলিম জামান, কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, ১৬ নম্বর ওয়ার্ড এমারতের সেক্রেটারি এরশাদুল ইসলাম প্রমুখ।

দ্বিতীয় নামাজে জানাযা শেষে মরহুমের নিজ বাড়ি বাঁশখালীর শেখেরখীল মোশাররফ আলী সিকদার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এতে ইমামতি করেন মাওলানা কুতুবউদ্দিনের শ্বশুর মাওলানা মুহাম্মদ ওসমান গনি। বক্তব্য রাখেন চট্টগ্রাম (বাঁশখালী) ১৫ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ছাত্রশিবিরের পশ্চিম জেলা সভাপতি আব্দুর রহিম,

কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদ, বাঁশখালী উপজেলা সেক্রেটারি আরিফ উল্লাহ, বক্সির হাট ওয়ার্ড আমীর সাইয়েদ মোহাম্মদ আলী, কুতুবউদ্দিন এর চাচা মাওলানা আবুল হোছাইন।