মৌলভীবাজার সংবাদদাতা: ন্যাশনাল ডক্টরস ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ফ্যাটি লিভারের উপর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এর সৌজন্য শুক্রবার রাতে মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডক্টরস ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা: মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জাকির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: প্রণয় কান্তি দাস। সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডা: মোহাম্মদ জিয়াউর রহমান। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা: জেডএইচএম নাজমুল আলম। সেমিনারে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত শতাধিক চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।