গাজীপুর মহানগর সংবাদদাতা:

বুধবার (৬ আগষ্ট) বাদ আসর আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা। গত কিছু দিন আগে কোনাবাড়ী কাঁচা বাজার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী সর্ব শান্ত হয়েছে। বিলম্বে হলেও ক্ষতি গ্রস্ত ব্যবসায়ীদেের পাশে দাঁড়ালেন গাজীপুর মহানগর জামায়াতের কোনাবাড়ি থানা জামায়াত। বেশ কতিপয় ক্ষতি গ্রস্ত ব্যবসায়ীকে নগদ অর্থ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য, গাজীপুর সদর মেট্রো থানা আমীর, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, সাবেক সচিব ও গাজীপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ শাহআলম বকশি, গাজীপুর মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন। গাজীপুর মহানগর জামায়াতের শুরা সদস্য ও কোনাবাড়ী থানা আমীর ডাঃ মোঃ কবির হোসেনের সভাপতিত্বে উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মোহাঃ জামাল উদদীন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা কর্মী সহযোগী ও সমর্থক দেশ প্রেমিক ও নিঃস্বার্থ জনসেবক। তাঁরা সব সময় অসহায় আর্ত দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে। জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী। প্রধান অতিথি উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সব সময় জামায়াতের ডাকে সাড়া দিবেন, এটাই আমি আশা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ ময়নুল ইসলাম মানিক নায়েবে আমীর কোনাবাড়ী থানা, মোঃ আবু জাফর, সহকারী সেক্রেটারি কোনাবাড়ী থানা, আব্দুল্লাহ আল মামুন, অফিস,সাহিত্য ও প্রচার সম্পাদক,কোনাবাড়ী থানা, হাফেজ আঃ হান্নান, কর্মপরিষদ সদস্য কোনাবাড়ী থানা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগন।