আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন চরের জমি গভীর গর্ত করে মাটি বিক্রি করে দেওয়ায় ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আমতলীর চাউলা গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সলগ্ন জমির মাটি কেটে বিক্রি করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী খালেক মৃধা।

গভীর গর্ত করে মাটি কেটে বিক্রি করায় বাঁধসহ পাশের বাড়ি-ঘর এখন ঝুঁকির মধ্যে পড়েছে। এভাবে মাটি বিক্রি করায় বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নদীর পানির তোড়ে ভেঙ্গে প্লাবিত হতে পারে কয়েকটি গ্রাম, এমন আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালে গভীর গর্ত করে মাটি বিক্রি করায় এলাকাবাসী চরম হুমকির মুখে রয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালের চরের মাটি এমন ভাবে গভীর করে কাটায় যেকোনো সময় বাঁধ ধ্বসে পড়তে পারে।

চাউলা গ্রামের বাসিন্দা মো. মানিক বলেন, ‘যেভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালের চরের মাটি কেটে বিক্রি করা হয়েছে। এতে বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বাঁধ ধ্বসে পড়তে পারে। আর ধ্বসে পড়লে চাউলা গ্রামসহ ৩/৪টি গ্রামের মানুষের বাড়ি-ঘরসহ ফসলি জমি প্লাবিত হয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে। স্থানীয় জনসাধারণ এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উচ্চমলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।’

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সলগ্ন চরের জমির মাটি কেটে বিক্রি করেছে কিছু অসাধু ব্যক্তি। সরেজমিন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আমতলীর সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান বলেন, ‘সরেজমিন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’