মাগুরা সংবাদদাতা : মাগুরায় আলোচিত আছিয়ার পরিবারে আমীরে জামায়াতের পক্ষ থেকে ঈদ সামগ্রী পৌঁছে দিলেন মাগুরা জেলা আমীর অধ্যাপক এম বি বাকের। ২৮ মার্চ শুক্রবার দুপুরে আছিয়া খাতুনের পরিবারকে ঈদ উপহারসামগ্রী দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মোল্লা, শ্রীকোল ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান রিপন, িিশ্বরের সাবেক উপজেলা সভাপতি মোঃ হাসানুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের শ্রীকোল ইউনিয়ন সেক্রেটারি মোঃ হাসান মাহমুদসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ।
এ সময জেলা আমীর অধ্যাপক এম বি বাকের বলেন জামায়াতের পক্ষ থেকে এ পরিবারের প্রতি সহযোগিতা অব্যহত থাকবে, আছিয়ার ছোট ভাইকে সংগঠন থাকা- খাওয়া লেখাপড়াসহ যাবতীয় ব্যবস্থা করবে,তিনি আরো বলেন কয়েক দিনের মধ্যেই আছিয়ার বাড়িতে ঘরের কাজ শুরু যাবে ইনশাআল্লাহ।