মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ ইটভাটা ভাঙতে গিয়ে ইট ভাটা মালিক ও শ্রমিকদের রোষাণলে পড়েছে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা। বৃহস্পতিবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাটবওলা সামানিয়া মোড় এলাকায় মদিনা ইটভাটা ভেঙে ফেরার পথে ভাটার মালিক ও শ্রমিক রাস্তা অবরোধ করে পাশের ইটভাটা ভাঙার দাবি জানান। পরে এসিল্যান্ড সেটি ভাঙার জন্য গেলে ওই ভাটার শ্রমিকরা বাধা দেয়। বাধার মুখে ভাটা ভাঙার অভিযান অসমাপ্ত রেখে ফেরত আসে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলার পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন মুক্তাগাছার যৌথ উদ্যোগে মুক্তাগাছার কাঠবওলার সামানিয়া মোড়ে মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা’র নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন, পরিচালনার অপরাধে মেসার্স মদিনা ব্রিকস নামক ইটভাটার চিমনিসহ দেয়াল ভেঙে সম্পূর্ণরূপে গুড়িয়ে দেয় এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করেন।