প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জাকির হোসেনের সভাপতি প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও জেলা সহকারি পুলিশ মোঃ নাহিয়ান।
বীজ ও সার বিতরণ
মতলব উত্তর (চাঁদপুর) ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় চাঁদপুরের মতলব উত্তরে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) উপজেলা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
এতে ৭৫০ জন প্রান্তিক কৃষককে উফশী বোরো ধানের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অভিভাবক সমাবেশ
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : মিরসরাই কলেজে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ-২০২৫ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) বিকালে প্রাঙ্গণে মিরসরাই কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় ২য় বর্ষের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
আসন্ন নির্বাচনী পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি এবং অভিভাবকদের সচেতনতার জন্য তাগিদ প্রদান করা হয় সমাবেশ থেকে।
সম্মাননা প্রদান
সোনাতলা (বগুড়া) বগুড়ার সোনাতলা উপজেলার প্রভাতের আলো তরুণ সংঘের উদ্যোগে স্থানীয় বোচারপুকুর ক্বওমী হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যহ্নভোজ, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি ওমর ফারুক খান বাইতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আবু সালেহ মোঃ নূহ্।
কর্মসূচি পালিত
সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবির বাস্তবায়নের দাবিতে পূর্ণদিবস ‘কমপ্লিট শার্ট ডাউন’ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে সাদুল্লাপুর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা সহকারী শিক্ষক সমাজের ব্যানারে কর্মসূচিটি শুরু হয়। এতে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা অংশ নেন।