বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার দিনব্যাপী পাইকগাছা পৌরসভা এবং হরিঢালী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী বৈঠক, মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতির পক্ষে গণসমর্থন কামনা করেন তিনি। পাশাপাশি হরিঢালী ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদারের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা দক্ষিণ জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি মো. রুহুল আমিন, পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা বুলবুল ইসলাম, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, পাইকগাছা পৌরসভা জামায়াতের আমীর ডা. আসাদুল হক, পৌর নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, পৌর সেক্রেটারি মো. মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মো. শফিয়ার রহমান, কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরাম খুলনার সভাপতি এস এ মুকুল, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পৌরসভা ৫নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল আহমেদ ও সেক্রেটারি মুজাহিদ ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি এডভোকেট বেলাল হোসেন ও সেক্রেটারি আইয়ুব হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি মুরশাফুল আলম, ৯নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মন্টু ও মো. আবু তোহা, এডভোকেট মোর্ত্তজা জামাল আলমগীর রুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তারা খুলনা-৬ আসনে মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।