গাইবান্ধা সংবাদদাতা : ফুলছড়িতে রিয়াদ (২৩) নামের কলেজ পড়ুয়া এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কেউ কেউ বলছেন যুবককে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া গ্রামের যুবকের নিজ বাড়ির টয়লেটের মেঝেতে গলায় রশি বাঁধা অবস্থায় পড়ে থাকা ওই যুবকের লাশ উদ্ধার করে ফুলছড়ি পুলিশ। রিয়াদ ওই গ্রামের রহমত আলীর ছেলে এবং ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকার এক বালু ব্যবসায়ীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো রিয়াদের। বুধবার রাতে রিয়াদ ওই এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মারধরের শিকার হন। পরে স্থানীয়দের খবরে সকালে তার নিজের বাড়ির টয়লেট থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

যুবকের বড় ভাই রিপনের দাবি, সকালে বাড়ির টয়লেটে রিয়াদকে গলায় রশি বাধা অবস্থায় ঝুলে থাকতে দেখতে পান তিনি। পরে রশি কেটে মৃত অবস্থায় নামানো হয়। তার ধারণা, মার খেয়ে এসে রাগ-ক্ষোভে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে।