বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরখান পূর্ব থানা আমীর মুহাম্মদ ইসরাইল হোসেনের পিতা মজিবুর রহমান গতকাল সোমবার সকাল ৭.১৫টায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেইন স্ট্রোকজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। তার গ্রামের বাড়ী কুষ্টিয়ার মিরপুরে।
মরহুমের নামাজে জানাযা কুষ্টিয়ার মিরপুরের নিজ গ্রাম কটিদহে বাদ আসর অনুষ্ঠিত এবং পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। নামাজে জানাযায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
শোকবাণী: মজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মজিবুর রহমানের মৃত্যুতে আমরা একজন স্বজ্জন ও ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ শুভাকাক্সক্ষী ও পৃষ্ঠপোষককে হারিয়েছি। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। নেতৃদ্বয় তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।