শিল্পাঞ্চল (খুলনা) সংবাদদাতা : ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারি পরিষদ সদস্য ও খুলনা মহানগর শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন বলেছেন কলেজ পর্যায়ের অনেক শিক্ষার্থীর মধ্যেই কুরআন পাঠের অভ্যাস এখনও গড়ে ওঠেনি, যা অত্যন্ত দুঃখজনক। অথচ একজন আদর্শ, ন্যায়পরায়ণ ও সৎ নাগরিক গঠনে কুরআনের শিক্ষা অনস্বীকার্য। আমরা চাই ছাত্রসমাজ কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক এবং তা নিজেদের জীবনে ধারণ করুক। এই কর্মসূচি সে লক্ষ্যে আমাদের এক বিনীত প্রয়াস। পবিত্র কুরআনের মর্যাদা রক্ষা করা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। আমরা বিশ্বাস করি, কুরআনের শিক্ষা সমাজে নৈতিকতা ও মূল্যবোধের আলো ছড়াতে পারে। তাই ‘ঐতিহাসিক কুরআন দিবস’ উপলক্ষে কুরআন বিতরণের মধ্য দিয়ে আমরা ইসলামের শাশ্বত বার্তা পৌঁছে দিতে চাই।
গতকাল সকাল ১০টায় খুলনার ফুলতলা উপজেলার শিরোমনি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের কনফারেন্স রুমে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খানজাহান আলী থানা শাখার আয়োজনে আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রতিবছর ১১ মে কুরআন দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ১৯৮৫ সালের ১১ মে কুরআনের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য চাঁপাইনবাবগঞ্জে ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে সংঘটিত হয় এক পৈশাচিক, নারকীয় হত্যাকান্ড। ১৯৮৫ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে আটজন মানুষ মৃত্যুবরণ করে। দিনটিকে স্মরণে রাখার জন্য সেই থেকে এই দিবস পালিত হয়ে আসছে। ঘটনার সূত্রপাত ভারতে ১৯৮৫ সালের ১২ এপ্রিল। এদিন ভারতের দুইজন উগ্র সাম্প্রদায়িকতাবাদী নাগরিক পদ্মপল চোপরা ও শীতল সিং কোরআনের সকল আরবি কপি ও অনুবাদ বাজেয়াপ্ত করার জন্য কলকাতা হাইকোর্টে একটি রীট আবেদন করে। কুরআনকে বাজেয়াপ্ত করার মামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কলকাতাসহ সারাবিশ্বে প্রতিবাদের ঝড় উঠে।বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ১০ মে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে হাজার হাজার ইসলামী ছাত্রÑজনতার মিছিল ও সমাবেশে মিলিত হলে লাঠিচার্জ করে পুলিশ। ইসলামী ছাত্রশিবিরের খানজাহান আলী থানা সভাপতি আল ইমরান শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় এইচ ,আর, ডি সম্পাদক আব্দুর রহিম। খুলনা জেলা উত্তর এর সেক্রেটারী ইলিয়াস হোসাইন। জেলা এইচ,আর, ডি সম্পাদক হাফেজ মাসুদুর রহমান। খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, এস এম এ দাউদ। সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। আজিজুল ইসলাম টিপু। খানজাহান আলী থানা শিবিরের সেক্রেটারী সৈয়দ তারিক হাসান এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন শিবিরের থানা বায়তুল মাল সম্পাদক নোমান ইবনে সাঈদ, থানা প্রকাশনা সম্পাদক নাজমুস সাদাত মাহদী প্রমুখ।