পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুরে সড়কে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিক ইকবাল(২৫) নামে একজন চালক নিহত ও ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে (৩১ ডিসেম্বর) বুধবার দুপুরে পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের ক্যানেল বীজের সামনে। মোটরসাইকেল দুটি’তে দুজন চালক ও দু’জন আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বদরগঞ্জ থেকে একটি মোটরসাইকেল পার্বতীপুরে আসার পথে পার্বতীপুর থেকে অপর একটি মোটর সাইকেল খোলাহাটি যাওয়ার সময় সড়কের ক্যানেল ব্রীজের সামনে চলন্ত দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

এ সময় ওই দুই মোটর সাইকেলে থাকা চালকসহ দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহতদের লোকজন ভ্যানযোগে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালক আশিক ইকবালকে মৃত্যু ঘোষণা করেন। অপরদিকে আহত শানিম (১৮) শুভদেবনাথ (৩০) ও লিটনকে (৩২) ৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আশিক ইকবাল পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর ধোবাকল বালাপাড়া গ্রামের আলমের ছেলে বলে জানা গেছে। আহত শানিম উত্তর ধোবাকল বালাপাড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে। অপর আহত দু’জন শুভদেবনাথ ও লিটন বাড়ি বদরগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামে বলে জানা যায়।