নির্বাচনি লড়াইয়ে জামায়াত নেতাকর্মীদের ‘পূর্ণ দীনি চেতনা’ নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের শত শত শহীদ আর নতুন প্রজন্মের স্বপ্নপূরণে দেশের মানুষের আস্থার জায়গা বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক, সমৃদ্ধ ও সম্প্রীতির খুলনা গড়তে চাই; যেখানে সব শ্রেণি-পেশার মানুষের সমান সুযোগ থাকবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের যে মডেল আমরা বাংলাদেশে গড়তে চাই, তার শুরুটা হবে খুলনা-৩ আসন থেকে। নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে জামায়াত শাসক নয় বরং সেবকের ভূমিকা নিতে চায় বলেও মন্তব্য করেন জামায়াত মনোনীত এই প্রার্থী। গতকাল শনিবার খালিশপুর থানা কার্যালয়ে খুলনা-৩ আসনের ওয়ার্ড ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

খুলনা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগরী কর্মপরিষদ সদস্য মুকাররম বিল্লাহ আনসারী, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন শেখ, দৌলতপুর থানা আমীর মোশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, ব্যবসায়ী থানা সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, জামায়াত নেতা আব্দুল আউয়াল, মাওলানা মহিউদ্দিন, আজিজুর রহমান স্বপন, ইসমাইল হোসেন পারভেজ, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, মোনতাজুর রহমান, দেলোয়ার হোসেন, কাজী বায়জিদ, আরিফ বিল্লাহ, আমিনুল ইসলাম, ইবাদত হোসেন, রেজাউল কবির, আলাউদ্দিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগরী আমীর বলেন, পিআর পদ্ধতিতে ভোটের মাধ্যমে স্থানীয়ভাবে রাজনীতিতে পেশিশক্তির ব্যবহার, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, কালো টাকার প্রভাব কমে যাবে। চাকসু নির্বাচনে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কৃতি সন্তান সাজেদুর রহমান মারুফ নির্বাচিত হওয়ায় অভিনন্দন।

পঞ্চগড় সংবাদদাতা : গত বৃহস্পতিবার তারিখে অনুষ্ঠিত চাকসু নির্বাচনে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কৃতি সন্তান সাজেদুর রহমান মারুফ সোহরাওয়ার্দী হল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী পদে জয়লাভ করে। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, দাঁড়িপাল্লার কান্ডারী, জেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইকবাল হোসাইন তার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাজেদুর রহমান মারুফ সাথে ভিডিও কলে কথা বলে অভিনন্দন জানান। তিনি তার পিতা ও দাদাকে মিষ্টিমুখ করান। এ সময় আটোয়ারি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি আফতাব হোসেন তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।