গাজীপুর মহানগর সংবাদদাতা: ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার জন্যই ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এডভোকেট মুহাম্মদ মতিউর রহমান আখন্দ। তিনি গতকাল ২৪ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় গাজীপুর মহানগরীর টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত জুলাই-আগষ্ট গণ- অভ্যুত্থানের উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর জননেতা অধ্যাপক মুহাঃ জামাল উদদীনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মুহাম্মদ মতিউর রহমান আখন্দ প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, রাষ্ট্রীয় প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাঃ জামাল উদদীন বলেন, ২০২৪ সালের জুলাই-আগষ্ট শুরু হওয়ার আগেই লগি-বইঠা দিয়ে এই জুলাই আগষ্ট শুরু হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্য মুক্ত দেশ ও জাতি গঠনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর সাবেক প্রধান বিচারপতিতে আটক করা হয়েছে। আমরা দ্রুত গতিতে তাঁর অপকর্মের বিচারের কাজ শুরু করার জোর দাবি জানাচ্ছি। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এক ফ্যাসিস্ট হটিয়ে
আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর পায়তারা কখনোই মেনে নেয়া হবে না। বক্তারা আরো বলেন, পিআর পদ্ধতি ছাড়া এবং সাবেক ফ্যাসিস্ট ও খুনীদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন মেনে নেয়া হবে না। বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ খায়রুল হাসান, কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি, মুহাম্মদ হোসেন আলী, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারি, গাজীপুর সদর মেট্রো থানা আমীর, গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য আবু সিনা নুরুল ইসলাম মামুন, গাজীপুর মহানগর জামায়াতের শূরা, কর্ম পরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমীর মোঃ নজরুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ নেয়ামত উল্লাহ শাকের, ২৪ জুলাই-আগষ্ট শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শহীদ শাকিল পারভেজের গর্বিত পিতা মোঃ বেলায়েত হোসেন, শহীদ সাখাওয়াত হোসেনের সন্তান মোঃ আমীর হামজা, শহীদ সামিউ আমান নুরের গর্বিত পিতা মোঃ আমান উল্লাহ, গাজীপুর মহানগর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য এএইচএম ইরফানুল হক, গাজীপুর মহানগর জামায়াতের শূরা সদস্য ও টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর শিবিরের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টাকসুর ভিপি মুহাম্মদ ইকবাল কবিরসহ থানা আমীরগণ, বিভাগীয় সভাপতিগণ এবং গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিটের দায়িত্বশীল, শহীদ পরিবারের সদস্যগনসহ এলাকাবাসী।