আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার চারটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এতে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন ২৪ জন। রোববার (যাচাই-বাছাইয়ের শেষ দিন) দুপুরে ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়নপত্রে অসম্পূর্ণতা, তথ্যগত অসঙ্গতি ও নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম লঙ্ঘনের কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।

যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে : ভোলা-১ (ভোলা সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আকবর হোসেনের নির্বাচনী হলফনামার সঙ্গে আয়কর বিবরণীর অসঙ্গতি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের তালিকায় ত্রুটি পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন ও তাছলিমা বেগমের মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারের সম্মতিপত্র সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল হয়।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রহমত উল্লাহর দাখিলকৃত স্বাক্ষরিত ভোটার তথ্য যাচাইয়ে অসঙ্গতি পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দিনের আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণীতে গড়মিল থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের সমর্থক ভোটার তালিকায় ত্রুটি থাকায় তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।