জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষ্যে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে বুধবার বাদ আছর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমির জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, শহর সেক্রেটারি অ ধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, সেলিম রেজা, আজগর আলী, আব্দুস ছালাম তুহিন, আব্দুল হামিদ বেগ, শাহীন মিয়া প্রমূখ।

দোয়া পরিচালনা করেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন।