গাজীপুর মহানগরের গাছা থানাধীন হারিকেন রোডে সড়ক দুর্ঘটনায় চম্পা আক্তার (১৮) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় তিন ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট এবং জনভোগান্তি চরমে পৌঁছায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে মহানগরের গাছা হারিকেন রোডে ইন্টারলুপ বিডি লিমিটেড গার্মেন্টসের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাকের চাপায় চম্পা আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাররকান্দি গ্রামের। তার পিতার নাম আরফত আলী। গাজীপুর মহানগরের গাছা থানার হারিকেন এলাকার কামরুলের বাড়িতে ভাড়া থেকে তিনি কর্মরত ছিলেন। মাত্র দুই দিন আগে তিনি ইন্টারলুপ বিডি লিমিটেডে হেলপার পদে চাকরি শুরু করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মী শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা মহাসড়কের দুই পাশে টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং কিছু যানবাহনে ভাঙচুর চালান। তাদের সঙ্গে স্থানীয় লোকজনও সংহতি প্রকাশ করে আন্দোলনে যোগ দেন। উত্তেজনাকর পরিস্থিতিতে আশপাশের কয়েকটি গার্মেন্টস কারখানা জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করে।

খবর পেয়ে গাছা থানা পুলিশ, ট্রাফিক বিভাগ এবং শিল্প পুলিশ-২,দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে সেনাবাহিনীর সহায়তায় ও প্রশাসনের একাধিক প্রচেষ্টায় সকাল ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার, এ কে এম জহিরুল ইসলাম জানান, “বিক্ষোভ ও অবরোধ চলাকালে কেউ আটক বা আহত হয়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।