সোনাইমুড়ীতে ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর ভেজাল ও নকল সারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারে পরিচালিত অভিযানে মাহফুজ বীজ বিপণী বিতান থেকে ১৩ বস্তা নকল ও নিম্নমানের টিএসপি সার জব্দ করা হয়। এ সময় নকল সার বিক্রি ও কৃষকদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটির প্রোপাইটর মাহফুজ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ক্ষতিকর সার বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানের গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল সার উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার অভিযানে নেতৃত্ব দেন। জব্দকৃত সারগুলো প্রশাসনের হেফাজতে নিয়ে বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।