DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

ভেড়ামারায় বাড়ি ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ

কুষ্টিয়ার ভেড়ামারায় সশস্ত্র সন্ত্রাসীরা ৪ বাড়িতে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এসময় ৩ রাউন্ড গুলীবর্ষণ করে লুট করে নেওয়া হয়েছে নগদ টাকা, স্বর্ণালংকার।

Printed Edition
DailySangram-Logo

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় সশস্ত্র সন্ত্রাসীরা ৪ বাড়িতে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এসময় ৩ রাউন্ড গুলীবর্ষণ করে লুট করে নেওয়া হয়েছে নগদ টাকা, স্বর্ণালংকার। সোমবার রাত ৯টার দিকে ভেড়ামারার ১০ মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিন ঘটনাস্থল ঘুরে জানা গেছে, পদ্মা নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড ভেড়ামারার ১০ মাইল এলাকায় ব্লক তৈরীর কাজ করছে। ব্লক তৈরীর হিস্যা বুঝে নিতে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সোমবার সন্ধ্যায় সুজন নামের এক বিএনপি কর্মী ভেগান এগ্রো কোল্ডস্টোরেজ এর কাছে গেলে প্রথমে হামলার শিকার হয়। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। রাত ৯টার দিকে সুজন’র লোকজন সংঘবদ্ধ হয়ে ২০/২৫ জনের একটি সশস্ত্র দল হামলা চালায় কৃষক আব্দুর রাজ্জাক’র বাড়িতে। তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলী করে। এসময় পালিয়ে প্রাণ রক্ষা করেন দিনমজুর আব্দুর রাজ্জাক। সশস্ত্র সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর করে ব্যাপক লুটপাট চালায়। রান্না ঘর আগ্নি সংযোগ করে। পুরো ঘরটিই আগুনে ভস্মীভূত হয়। ঘরে থাকা তাজা মুরগিগুলো পুড়ে কয়লা হয়ে যায়। পরে ওই দলটি স্থানীয় বিএনপি নেতা মিলন, দোকানদার হাকিম ও সৌদী প্রবাসী রেজাউলের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। ৪টি বাড়ি থেকে প্রায় ২ লক্ষ নগদ টাকা, ২ভরি স্বর্ণালংকার লুট করে। সহিংস এ হামলায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

হামলার শিকার কৃষক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের ব্লক তৈরীর কাজ নিয়ে স্থানীয় বিএনপির দুটি গ্রুপ’র মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একে অপরের লোকদেরকে ধাক্কা ধাক্কিও দিয়েছে। আমার অপরাধ ধাক্কাধাক্কির সময়ে আমি ঘটনাস্থলে ছিলাম। এই অপরাধে সন্ত্রাসীরা আমাকে টার্গেট করে এই নৃশংস হামলা চালায়। বাড়িঘর ভাংচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। রান্নাঘরটিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তারিক আহমেদসহ জামায়াত নেতৃবৃন্দ। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।