ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে মোনা আক্তার নামে (২৪) এক গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ। ২৮ ডিসেম্বর উপজেলার একটি হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ভুজপুর থানা পুলিশ।
সে ভুজপুর থানার ভূজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আছিয়া চা বাগানের কচুটিলা গরুঘাটা সেকশনের বাসিন্দা নাসির উদ্দিন এর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, চার মাস আগে চা শ্রমিক নাসির উদ্দিনের সঙ্গে মোনা আক্তারের বিয়ে হয়।
অসুস্থতার কথা বলে আজ তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে জানা যায়, মোনার স্বামীর বাড়িতে তার লাশ পাওয়া যায় এবং গলায় ফাঁস দেওয়ার স্পষ্ট আলামত দেখা গেছে। পুলিশে খবর দেওয়ার আগেই স্বজনরা তাকে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ভুজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ দে জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নাসির উদ্দীনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।