গাজীপুর-৬ নতুন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থী ড. হাফিজুর রহমান এক আবেগঘন বার্তায় নিজের ব্যস্ত সময়সূচির কারণে কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ না রাখতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ফেসবুকে প্রকাশিত একটি কৈফিয়ত ও একটি আবেদন শীর্ষক পোস্টে তিনি জানিয়েছেন, প্রার্থী ঘোষণার পর থেকে দিন-রাত কর্মসূচিতে ব্যস্ত থাকায় ব্যক্তিগত বা পারিবারিক সময়ের সুযোগই নেই।
তিনি বলেন, প্রবল ইচ্ছা থাকলেও অনেক প্রিয়জনকে ফোন দিতে পারিনি, দোয়া চাইতেও পারিনি। অনেকেই কষ্ট পেয়েছেন, কেউ কেউ তা আমাকেও জানিয়েছেন। কিন্তু সময় এতটাই সীমিত যে দুই মিনিটের ফোন করাও সম্ভব হচ্ছে না। যেহেতু আমি সবার শেষে মনোনীত হয়েছি এবং বেশ কয়েক বছর দেশের বাইরে ছিলাম, তাই শুরু থেকে সব কিছু নতুনভাবে করতে হচ্ছে—আরও বেশি সময় দিতে হচ্ছে।
নিজের এই সীমাবদ্ধতার জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, বিশ্বাস করুন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ করে যাবো। এজন্য আপনাদের সবাইকে পাশে চাই।
গাজীপুর-৬ আসনের ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যদি ভোটার বা স্থানীয় বাসিন্দা হন, তবে আপনার ভোট ও সক্রিয় অংশগ্রহণ আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর যারা দেশে ও দেশের বাইরে আছেন, তারা পরামর্শ, দোয়া, যোগাযোগ, আর্থিক ও মিডিয়া সহায়তার মাধ্যমে পাশে থাকুন।
তিনি আরও অনুরোধ করেন, যাদের আত্মীয় বা পরিচিত টঙ্গী, গাছা বা হায়দারাবাদ এলাকায় আছেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দিন—আমরা উপকৃত হবো।
তার শেষ বার্তায় ছিল আশাবাদ ও দৃঢ়তা—তিনি বলেছেন, "আমি আপনাদের প্রত্যেককে পাশে চাই, সাথে চাই। ইনশাআল্লাহ, আমরা সবার এমপি হবো—নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাবো।"