গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার হক মার্কেট কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সম্প্রতি লাগা আগুনে মুহূর্তের মধ্যে বাজারের পাইকারি ও খুচরা পণ্যের দোকানগুলোতে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বেলা সাড়ে ৯টার মধ্যে সম্পূর্ণ নির্বাপন করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ৫ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে প্রায় ৫০ কোটি টাকার মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। ঘটনাস্থলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত বর্ণনায় জানা যায়, ১৫ হাজার বর্গফুট আয়তনের বাজারের প্রায় ৩৮টি মুদি ও পাইকারি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলোতে রাখা মসলা, পেঁয়াজ, রসুন, এলাচ, বাদামসহ নানা পণ্য পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু করেন। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপন করে।

অভিযানে নেতৃত্ব দেন উপ-সহকারী পরিচালক, গাজীপুর ফায়ার সার্ভিস এবং সিনিয়র স্টেশন অফিসার, চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে এবং তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।