DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

বাঁশখালীতে মদ পাচারকারী ও সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৩ মদ পাচারকারী এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক ২ জনসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২০ লিটার চোলাইমদ উদ্ধার ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

Printed Edition
DailySangram-Logo

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৩ মদ পাচারকারী এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক ২ জনসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২০ লিটার চোলাইমদ উদ্ধার ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার উত্তর জলদি ভাদালিয়া ভাগ্যের বাপের বাড়ির বজল আহমদের পুত্র ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শফি আলম ড্রাইভার প্রঃ শফি আহমদ (৪৫), সাধনপুর ইউপির ৭ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে আশুতোষ মুখার্জির স্ত্রী সাজাপ্রাপ্ত পলাতক আসামী সংগীতা মুখার্জি (৩০)কে গ্রেপ্তার করা হয়।

একইদিনে পুঁইছড়ি ইউপির ফুটখালী ব্রিজের পশ্চিমে পাকা রাস্তাস্থ জান্নাত এ্যাগ্রো ফার্মের সামনে থেকে মদ পাচারকারী সিন্ডিকেট চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা হলো- উত্তর জলদি পৌরসভার ২ নং ওয়ার্ড বড়ুয়ার রঞ্জিত বড়ুয়ার পুত্র সাজু বড়ুয়া (২৬), মৃত সাধন বড়ুয়ার পুত্র নির্মল বড়ুয়া (৫৫), মৃত বিমল বড়ুয়ার পুত্র দিপায়ন বড়ুয়া (৫২)। এসময় তাদের কাছে থেকে দেশীয় তৈরি ২০ লিটার চোলাইমদ উদ্ধার ও মদ বহনকাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে বলে জানান থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ। সোমবার (১০ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে উক্ত আসামীদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

এই সংক্রান্তে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ২ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামী এবং অপর ৩ আসামীর বিরুদ্ধে উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক বিজ্ঞ- আদালতে সোপর্দ করা হয়েছে।